লিবিয়ায় জিম্মি করে দেশে মুক্তিপণ আদায়, আটক ৫


প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৭ নভেম্বর ২০১৬
প্রতীকী ছবি

লিবিয়ায় বাংলাদেশি প্রবাসীকে জিম্মি করে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করার ঘটনায় জড়িত অভিযোগে দুই লিবিয়া প্রবাসীসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

একজন ভুক্তভোগীকে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। শনিবার রাতে ওই ৫ প্রতারককে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, বিকেল ৩টায় সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
 
জেইউ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।