প্রশাসনে ৫৩৬ কর্মকর্তার পদোন্নতি
প্রশাসনে তিন স্তরে ৫৩৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। স্থায়ী পদ না থাকলেও অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে তাদের পদায়ন করা হয়েছে।
এর মধ্যে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিবে পদায়ন করা হয়েছে ১৪৫ জনকে, উপসচিব থেকে যুগ্ম-সচিব পদে পদায়ন হয়েছেন ১৮৬ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব করা হয়েছে ২০৫ জনকে।
রোববার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
কর্মকর্তাদের পদোন্নতির পর রেওয়াজ অনুযায়ী তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে নিচে ক্লিক করুন :
## অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের তালিকা
## যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের তালিকা
## উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের তালিকা
এমএসএস/বিএ/এনএইচ/এমএস