অবিবাহিত মেয়েদের জিন্স ও মোবাইল ব্যবহার নিষিদ্ধ
সালিশি সভা ডেকে অবিবাহিত মেয়েদের জিন্স প্যান্ট ও মোবাইল ব্যবহার করার ব্যপারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের উত্তরপ্রদেশ। শুক্রবার দিবাগত রাত থেকে এ নিষেধাজ্ঞা জারি করে রাজ্যটির জারোয়া গ্রামের গুজ্জর সম্প্রদায়ের পঞ্চায়েত।
সমাজের ওপর বিরূপ প্রভাব পড়ার কারণ দেখিয়ে পঞ্চায়েতের স্পষ্ট নির্দেশ, জিন্স নামক ‘অশালীন’ পোশাক গ্রামের অবিবাহিতা মেয়েরা পরতে পারবেন না। ব্যবহার করা যাবে না মোবাইল ফোনও।
এই পোশাকের জন্যই নাকি সমাজে শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। মোবাইলে ছেলেদের সঙ্গে বেশি কথা, হাসাহাসি এবং অবাধ মেলামেশা তাদের পরিবারকে আরও সমস্যায় ফেলছে। তাই বেপথুদের ‘সংযমী’ করতেই এমন সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছেন তারা।