নদী পথে দুর্ঘটনা রোধে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার পরামর্শ


প্রকাশিত: ১১:১৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নদী পথে দুর্ঘটনা রোধে করণীয় পদক্ষেপ সম্পর্কে সুস্পষ্ট প্রস্তাব পরবর্তী বৈঠকে প্রদানের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরকে পরামর্শ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান, মো. আব্দুল হাই, মো. হাবিবর রহমান, এম আব্দুল লতিফ এবং মো. আনোরুল আজীম (আনার) সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ স্থল বন্দর এবং গভীর সমুদ্র বন্দর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আরিচায় ল্যান্ড বেইজ ওয়ার্কশপ স্থাপন এবং বিশেষ পরিস্থিতিতে দেশের নৌ-পরিবহন সচল রাখতে জরুরি জ্বালানী সরবরাহ করার নিমিত্তে কমপক্ষে ২টি অয়েল ট্যাংকার রিজার্ভ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া সভায় খাগড়াছড়ির রামগড়ে অগ্রাধিকার ভিত্তিতে স্থল বন্দর চালু এবং উত্তর ও দক্ষিণে যে সকল স্থল বন্দর আছে সে সকল স্থল বন্দরের নাম, বর্তমান অবস্থা, সমস্যাবলী, এ বিষয়ে কি কি করণীয় তার একটি বিস্তারিত প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সভায় আরিচায় নৌ দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।