দেলােয়ার এবার গুলশানে আটক
গত ৫ জানুয়ারি বুকে- "স্বৈরাচার নিপাত যাক" আর পিঠে- "গণতন্ত্র মুক্তি পাক" লিখে ৯০ এর গণঅভ্যুত্থানের প্রতীক নূর হোসেনের বেশধারণ করা প্রতিবন্ধি যুবক দেলোয়ারকে খালেদা জিয়ার গুলশাল কার্যালয়ের সামনে থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গুলশান কার্যালয়ের সামনে এসে হঠাৎ করে জামা খুলে সহিংসতা বন্ধ কর, সংলাপ করে সমস্যার সমাধান কর, গণতন্ত্রকে মুক্তি দাও ইত্যাদি বলে চিৎকার করতে থাকে। এসময় তার গালি গায়ে বুকে লেখা "শেখ হাসিনার পদত্যাগ চাই" এবং পিঠে- "গণতন্ত্রের মুক্তি চাই" লিখা ছিল। পরে পুলিশ তাকে আটক গুলশান থানায় নিয়ে যায়।
এর অাগে গত ৫ জানুয়ারি এই যুবকই বুকে- "স্বৈরাচার নিপাত যাক" আর পিঠে- "গণতন্ত্র মুক্তি পাক" লিখে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে স্লোগান আলোড়ন সৃষ্টি করেছিল। ৯০ এর গণঅভ্যুত্থানের প্রতীক নূর হোসেনের বেশভূষায় কোমরে সাদা শার্ট বাঁধা খালি গায়ের ওই যুবকের নাম দেলােয়ার হোসেন নুর। তার গ্রামের বাড়ি গাজিপুর জেলার কালিগঞ্জে।
আটক দেলােয়ার একজন প্রতিবন্ধি। তার বা পা অস্বাভাবিক। স্বাভাবিক ভাবে সে হাটতে পারে না।
এমএম/আরএস/আরআই