আর্থিক অনুদান পেলেন বিজিবি নূরুলের পরিবার


প্রকাশিত: ০৯:০৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী তৎকালীন বিডিআর-এর কেন্দ্রীয় সুবেদার মেজর মো. নুরুল ইসলামের পরিবারকে ৪ লক্ষ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ব্যাংকার্স এ্যাসোসিয়েশন এর প্রতিশ্রুত বার্ষিক অনুদান থেকে এ অর্থ প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিজিবি সদর দপ্তর পিলখানায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ শহীদ সুবেদার মেজর মো. নুরুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম এর হাতে তুলে এ টাকা তুলে দেন।

এ সময় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বিজিবি সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।