খালেদার গ্রেফতারি পরোয়ানায় জাতিসংঘের উদ্বেগ
দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বুধবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে ওই উদ্বেগের কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আমরা ইতিমধ্যে অবহিত। এই ঘটনায় মহাসচিব (বান কি মুন) গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের চলমান সহিংসতা বা রাজনৈতিক সহিংসতা ও খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।’
বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও স্থিতশীলতা অর্জনে চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে একটি শান্তিপূর্ণ উপায় খুঁজতে সব রাজনৈতিক দলের প্রতি আবারও আহবান জানান তিনি।
মহাসচিব সেখানে আলোচনার মাধ্যমে সংকট সমাধান খুঁজে বের করার জন্য তাগিদ দিয়ে আসছেন। মহাসচিবের দেওয়া দায়িত্ব অনুযায়ী সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো প্রয়োজনীয় যোগাযোগ করছেন বলে তিনি জানান।
বিএ/আরআইপি