কমেছে ইন্টারনেট গ্রাহক, বেড়েছে মোবাইল ফোন ব্যবহারকারী


প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

দেশে ইন্টারনেট গ্রাহক কমেছে। জানুয়ারি মাসে কমে যাওয়া এই গ্রাহক সংখ্যা প্রায় ৯ লাখ।

দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সর্বশেষ হিসাব থেকে পাওয়া গেছে এ তথ্য ।

এই হিসেব অনুযায়ী, কমে যাওয়া গ্রাহকের বেশির ভাগই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। অবশ্য এ সময়ে মোবাইল ফোনের গ্রাহক বেড়েছে প্রায় ১৫ লাখ।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে দেশের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ৪ কোটি ২৭ লাখ ৬৬ হাজার, ডিসেম্বর মাসে এই সংখ্যা ছিল ৪ কোটি ৩৬ লাখ ৪২ হাজার। অর্থাৎ আগের মাসের তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে ৮ লাখ ৭৬ হাজার। এর মধ্যে ৮ লাখ ৭১ হাজারই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। বাকি পাঁচ হাজার গ্রাহক আইএসপি ও পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতেন। ওয়াইম্যাক্স ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ২ লাখ ৩৩ হাজারে কোনো পরিবর্তন হয়নি।

বিটিআরসির এ হিসাব অনুযায়ী ডিসেম্বর মাসে মোবাইল ফোনের ১২ কোটি ৩ লাখ ৫০ হাজার গ্রাহকের জায়গায় জানুয়ারি মাসে গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৬০ হাজার। এক মাসে গ্রাহকসংখ্যা বেড়েছে ১৫ লাখ ১০ হাজার। এর মধ্যে সিংহভাগই রবির। তাদের গ্রাহক বেড়েছে প্রায় ১০ লাখ।

এই হিসাব অনুযায়ী গ্রাহকসংখ্যার দিক থেকে জানুয়ারি মাসেও দেশের শীর্ষ মোবাইল অপারেটর হিসেবে জায়গা ধরে রেখেছে গ্রামীণফোন। এক মাসে তাদের ৪৫ হাজার গ্রাহক বেড়ে গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১৫ লাখ ৪৯ হাজারে। গ্রাহকসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম অপারেটর হিসেবে জায়গা ধরে রেখেছে বাংলালিংক। ২ লাখ ৪৫ হাজার গ্রাহক বেড়ে তাদের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লাখ ৪৫ হাজারে। তবে জানুয়ারিতে গ্রাহক বৃদ্ধির হিসাবে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে রবির।

অন্যদিকে বিটিআরসির হিসাব অনুযায়ী তাদের গ্রাহক বেড়েছে ৯ লাখ ৯৪ হাজার। জানুয়ারি মাস শেষে তাদের গ্রাহকসংখ্যা দাঁড়ায় ২ কোটি ৬২ লাখ ৮৩ হাজারে। এছাড়া গ্রাহক কমার ধারা অব্যাহত রয়েছে সিটিসেলের। এ মাসেও তাদের গ্রাহক কমেছে ১৭ হাজার। মাস শেষে তাদের গ্রাহকসংখ্যা ১২ লাখ ৭৬ হাজার। তবে আরেক অপারেটর এয়ারটেলের গ্রাহকসংখ্যা ২ লাখ ১১ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৭৭ লাখ ১৬ হাজারে। রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর টেলিটকের গ্রাহক অবশ্য এ মাসে ৩০ হাজার বেড়েছে। তাদের গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৯০ হাজার।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।