সালমানের কৃষ্ণসার হত্যা মামলার রায় পেছাল


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে কৃষ্ণসার হত্যা মামলার রায়ের ঘোষণা পিছিয়েছে। ১৭ বছর আগে বিপন্ন প্রজাতির হরিণ হত্যায় তিনি বেআইনি অস্ত্র ব্যবহার করায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

যোধপুর আদালতে তার বিরুদ্ধে সংরক্ষিত বন্যপ্রাণী হত্যা এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা চলছে। সেই মামলার রায় দেয়ার কথা ছিল বুধবার। আগের শুনানিতে দাখিল করা চারটি অভিযোগের ভিত্তিতে এই মামলার ৯ সাক্ষীর ফের জবানবন্দি নেয়ার সিদ্ধান্ত নেয় আদালত। সে কারণেই বিচারক আগামী ৩ মার্চ পর্যন্ত মামলার রায় স্থগিত রাখেন।

১৯৯৮ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে যোধপুরে হম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলাকালীন ৩টি চিঙ্কারা ও একটি কৃষ্ণসার শিকার করার সময় অস্ত্র আইনে বেআইনি অস্ত্র রাখার অপরাধে সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করে স্থানীয় পুলিশ।

উল্লেখ্য, বিপন্ন প্রজাতির হরিণ হত্যার দায়ে মামলা দায়ের করা হলে আদালতে হাজিরা দেয়ার সময় তার অস্ত্র জব্দ করার আদেশ দিয়েছিল আদালত। সে সময় মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের দুইটি অস্ত্র জব্দ করে পুলিশ।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।