প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই করবে সরকার


প্রকাশিত: ০২:০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

দেশের প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই করবে সরকার। আগামী ২৮ মার্চ, ৪ ও ১১ এপ্রিল প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন উপজেলায় কবে যাছাই কাজ হবে তা নির্ধারণ হয়নি। বুধবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তাদের ২৮তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

উল্লিখিত তারিখের আগে সরকারের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে কোন উপজেলায় কবে, কোথায় এবং কোন সময় মুক্তিযোদ্ধা যাচাই হবে তা জানানো হবে। যারা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদন করেছেন তাদের নিজ নিজ উপজেলায় এ যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।

বৈঠকে জামুকার সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, মো. আব্দুস শহীদ, মো. মোতাহার হোসেন, সাবেক সচিব রশিদুল আলম, মেজর (অব.) ওয়াকার হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডিজি শ্যামা পদ দে উপস্থিত ছিলেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।