বঙ্গবন্ধুর উপহার ১৫ ধরে গ্যারেজবন্দি


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বাস দিয়েছিলেন। রাঙামাটি সফরকালে বাসটি তিনি উপহার দিয়েছিলেন। তখনকার পশ্চাদপদ এলাকাকে শিক্ষায় এগিয়ে নিতে অগ্রাধিকার হিসেবে তিনি বাসটি উপহার দিয়েছিলেন। দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে শিক্ষার্থী পরিবহন করেছিল বাসটি। কিন্তু, ২০০০ সালে তৎকালিন রাঙামাটি-চট্টগ্রামের বিরতিহীন বাসের সাথে কল্যাণপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল বাসটির। সংঘর্ষে বাসটি পাশের খাদে পড়ে গিয়ে দুমড়ে মুছড়ে যায়। আর এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তৎকালিন রাঙামাটি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র জয়েশ চাকমা। আর বাসের চালক জয়নালও গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছিলেন। সেই দুর্ঘটনার পর বাসটি কলেজ ক্যাম্পাসের গ্যারেজেবন্দি হয়ে আছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সেই উপহারটি নিয়ে এখন তেমনটি ভাবেন না কেউ।

কলেজের বাসগুলো দুর্ঘটনার পর থেকেই গ্যারেজবন্দি হওয়ার পর গত প্রায় ১৫ বছর ধরে ভাড়া বাস নিয়ে শিক্ষার্থী পরিবহন সমস্যা সমাধান করেছে কলেজ কর্তৃপক্ষ। নতুন বাসের জন্য বিভিন্ন জায়গায় আবেদনের পরও তেমন সাড়া মিলছে না। অন্যদিকে গ্যারেজবন্দি গাড়িগুলো সংস্কারে যা খরচ হবে তা দিয়ে নতুন একটা গাড়িও কেনা সম্ভব। তাই দীর্ঘ খরচের কারণে এগুলোও সংস্কার করা সম্ভব হচ্ছে না।

রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্ছিতা চাকমা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে যখন রাঙামাটি সফর করেছিলেন তখন তিনি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাস উপহার দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে বাসটি সচল ছিল। কিন্তু, দুর্ঘটনার পর থেকেই বাসটি গ্যারেজে পড়ে আছে। বাসটি সংস্কার করা অনেক ব্যয়বহুল ব্যাপার। তাই বাধ্য হয়ে বাসগুলো গ্যারেজে ফেলে রাখা হয়েছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।