ট্রেনের ধাক্কায় বউ-শাশুড়িসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৯ আগস্ট ২০১৪

নাটোরের ইয়াসিনপুর স্টেশনে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার পাইকোরদল গ্রামের নববধূ সাজেদা বেগম, শাশুড়ি জুলেখা বেওয়া ও সাজেদার দাদি সুন্দরী বেওয়া।

আহতদের নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নাটোর রেল স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার অশোক চক্রবর্তী জানান, বেলা সাড়ে ১২টার দিকে পার্বতীপুর থেকে রাজশাহীগামী বরেন্দ্র একপ্রেস ইয়াসিনপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর রেলগেট এলাকায় যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন এবং আহত হন আরও ১০ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।