শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, গাড়ি ভাঙচুর


প্রকাশিত: ১০:১৯ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

বুধবার দুপুর দেড়টায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, সামছুল আলম রানা, মেহবুব শান্ত ও সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ান বাবুর নেতৃত্বে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে আজিজ সুপার মার্কেটের সামনে গেলে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। এসময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজিম উদ্দিন মিরাজ, আমিরুল ইসলাম সাগর, দেলজার শাহনেওয়াজ, মির্জা মঞ্জুরুল করিম মঞ্জু, সূূর্যসেন হলের আলতাফ হোসেন, জসিম উদ্দিন হলের মাসুদ, মজিব হলের খোরশেদ সোহেল, জহুরুল হক হলের নাদির শাহ, নেওয়াজ, এস এম হলের হাবিবুল বাসার, এফ রহমান হলের আতাউর, এফএইচ হলের নুর আলম। এসময় রাজধানীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।