বৃহস্পতিবারের পরীক্ষা ৭ মার্চ


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

আবার পেছাল এসএসসি ও সমমানের পরীক্ষা। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের পরীক্ষা পিছিয়ে তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ, শনিবার। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান পরীক্ষা পরিবর্তনের কথা জানান।  

তিনি বলেন, শিক্ষার্থীদের আমরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ছেড়ে দিতে পারি না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবর্তিত এ সময় ঘোষণা করেছি। ২৬ ফেব্রুয়ারি বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা ছিল। মাদ্রাসা বোর্ডে ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা।

উল্লেখ্য, ২০ দলীয় জোট বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হরতালের সময় বৃদ্ধি করায় এই পরীক্ষা পেছানো হলো। এর আগে অবরোধের মধ্যে রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়।

এ পর্যন্ত এসএসসিতে ১০ দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষাগুলো পিছিয়ে শুক্র ও শনিবার ছুটির দিনে নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার এসএসি ও সমমানের পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।

এএইচ/বিএ/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।