আগারগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে, নিহত ১


প্রকাশিত: ০৭:৩১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সামনের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা ১১টা দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম-পরিচয় জানায় যায়নি।

এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর শাহজাদী সুলতানা।

তিনি জানান, আগুন লাগার ঘটনা এখনো রহস্যজনক। তবে বস্তির বাসিন্দারা জানিয়েছেন, এ ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত। আগুন লাগার কিছুক্ষণ আগে কয়েকজন যুবক গাড়ি নিয়ে বস্তি এলাকায় আসে।

তারা চলে যাওয়ার পরপরই আগুন লাগে বলে জানান বস্তিবাসীরা।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।