দলিত নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা জরুরি


প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৪ নভেম্বর ২০১৬

দলিত জনগোষ্ঠীর নারীরা এখনো অনেক পিছিয়ে আছে। তারা নিজ সমাজে যেমন অবহেলার শিকার, তেমনি বৃহৎ জনগোষ্ঠীর দ্বারা দলিত হিসেবে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তাই এই জনগোষ্ঠীর নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা খুবই জরুরি।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত নারী ফেডারেশন(বিডিডব্লিউএফ) আয়োজিত ‘বাংলাদেশ দলিত নারীর প্রতি বিদ্যমান বৈষম্য নিরসনে গণমাধ্যেমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় আলোচকরা এমন মন্তব্য করেন।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে বিভিন্ন আয়বর্ধনমূলক প্রশিক্ষণ দিতে হবে। যাতে তারা বিকল্প পেশা গ্রহণ করে সমাজের মূলধারায় চলে আসতে পারে।

তারা বলেন, দলিত জনগোষ্ঠী শহরাঞ্চলে কলোনিতে ও গ্রামঞ্চলে একটি নির্দিষ্ট পাড়ায় বসবাস করে এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের ভূমি অধিকার নেই। আর দলিত নারীদের নিজ নামে ভূমি অধিকার এখনো চিন্তার অতীত। এ বিষয়ে
সরকারের পাশাপাশি সমাজের সকলকে উদ্যোগী হতে হবে।

আলোচকরা আরো বলেন, এক্ষেত্রে সাংবাদিকরা যদি এগিয়ে আসেন, তবে এই জনগোষ্ঠীর নারীরা সমাজে সম্মানিত নাগরিক হিসেবে মর্যদার সঙ্গে বসবাসে সমর্থ হবে।

বাংলাদেশ দলিত নারী ফেডারেশনের সভাপতি মনি দাস রাণির সভাপতিত্বে  আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, কর্মসূচি ব্যবস্থাপক আফসানা বিনতে আমিন, সংসদ সদস্য নুরজাহান বেগম প্রমুখ।

এএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।