শাহজালালে ১৬১ স্বর্ণবারসহ আটক ২


প্রকাশিত: ০৪:২৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৬১টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার সকালে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তারা হলেন চাঁদপর জেলার শামসুদ্দিন ও চট্টগ্রামের আবু সাঈদ। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আকতার।

তিনি জানান, সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা একে-৫৮২ ফ্লাইট থেকে স্বর্ণের বারসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত বারগুলোর দাম আনুমানিক ৯ কোটি ৩৫ লাখ টাকা।

এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় শুল্ক গোয়েন্দা অধিদফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে জানিয়েছেন উম্মে নাহিদা আকতার।

জেইউ/বিএ/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।