জলমহাল ও বালুমহাল সংক্রান্ত মামলা নিষ্পত্তির সুপারিশ


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

জলমহাল ও বালুমহাল সংক্রান্ত হাইকোর্টে যেসব মামলা এবং জেলা সদরে বিচারাধীন যে মামলা রয়েছে তা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভায়।

কমিটির সভাপতি মো: রেজাউল করিম হীরার সভাপতিত্বে দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৯ম বৈঠক মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য মীর শওকাত আলী বাদশা এবং জাহান আরা বেগম সুরমা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ভূমি মন্ত্রণালয়ের অধীন জলমহাল এবং বালুমহাল সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। এতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি আপীল বোর্ড ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।