সাভারে বিক্ষোভ করছেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৯ আগস্ট ২০১৪

পিসরেট বৃদ্ধির দাবিতে সাভার হ্যালিকন সুয়েটার লিমিটেড কারখানায় অসন্তোষ দেখা দিয়েছে। ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় অবস্থিত ওই কারখানার শ্রমিকরা শনিবার সকাল থেকে বিক্ষোভ করছেন।

শ্রমিক খালেদা আক্তার, কাওসার আহমেদ ও স্বজন জানান, পিসরেট বৃদ্ধির দাবিতে এ দিন সকাল ৮টায় তারা কারখানার ভেতরে প্রবেশ করেন। কর্মবিরতি পালন শেষে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে পিসরেট বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন মালিক পক্ষকে। কিন্তু মালিক পক্ষ আজ পর্যন্ত তাদের দাবি পূরণে কোনো তোয়াক্কা করেনি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

তবে, এ ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি মীমাংসার জন্য মালিক-শ্রমিক পক্ষ বৈঠকে বসেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।