ছুটি শেষ, তবুও ফেরেনি টাঙ্গাইল পৌর মেয়র
ছুটি শেষ হলেও ফেরেনি টাঙ্গাইল পৌর সভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি। মেয়র ফিরে না আসায় ধমকে গেছে পৌরসভার দৈনন্দিন কাজ। আর এ সমস্যা থেকে রেহাই পেতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পঠিয়েছে পৌর কর্তৃপক্ষ।
টাঙ্গাইলের বহুল আলোচিত মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত আসামি আনিসুল ইসলাম রাজা আদালতে ১৬৪ ধারায় জবান বন্দী দেয়। জবান বন্দিতে হত্যাকাণ্ডে টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তির নাম প্রকাশ করে। গণমাধ্যমে সহিদুর রহমান খান মুক্তির নাম প্রকাশের পর ২০ নভেম্বর মেয়র মুক্তি পৌরসভায় সাধারণ পরিষদের সভা ডাকে। সভায় মেয়র মুক্তি চিকিৎসার জন্য তিন মাসের ছুটি চেয়ে আবেদন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠায়। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় ২৩ নভেম্বর থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি মন্জুর করে। এবং মানবেন্দ্র পাল মিল্টনকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দৈনন্দিন কার্য পরিচালনার জন্য অনুমতি প্রদান করে। কিন্তু, ২২ ফেব্রুয়ারি ছুটি শেষ হওয়ার পরও মেয়র পৌর সভায় না আসা ও ছুটি বর্ধিত না করায় পৌর সভার দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে।
এ প্রেক্ষিতে ২৪ ফেব্রুয়ারি পৌরসভা এক জরুরী সভা ডাকে। সভায় পরবর্তী করণীয় সম্পর্কে জানার জন্য একটি চিঠি রেজুলেনের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হবে বলে জানায় ভারপ্রাপ্ত মেয়র মানবেন্দ্র পাল মিল্টন।
এমএএস/পিআর