খিলগাঁওয়ে ৮ পেট্রলবোমা উদ্ধার


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৮টি পেট্রলবোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার বিকেল সন্ধ্যার দিকে খিলগাঁও গোড়ান এলাকা থেকে পেট্রলবোমা গুলো উদ্ধার করে র‌্যাব-৩ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অপস অফিসার এএসপি মো. সাইফুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকা থেকে ৮ পেট্রলবোমা উদ্ধার করা হয়। পেট্রলবোমা গুলো রাস্তার পাশে একটি শপিং ব্যাগের ভিতরে ছিল। পরে সেগুলো নিস্ক্রিয় করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে অভিযান চালিয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

জেইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।