ঝাড়ু হাতে রাস্তা পরিস্কারে নামলেন ডিসি-এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৩ এএম, ০৯ আগস্ট ২০১৪

ঝাড়ু হাতে রাস্তা-ঘাট পরিস্কারে নেমে পড়লেন ডিসি-এসপিসহ জেলার সকল সরকারি দপ্তর, উপজেলা পরিষদ এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। `নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন জেলা গড়ে তুলি` -প্রতিপাদ্য সামনে রেখে শনিবার সকাল থেকেই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় দেশের প্রান্তিক জেলা পঞ্চগড়ে।

শনিবার সকাল ৮টায় জেলা শহরের শেরেবাংলা পার্কের চৌরঙ্গী মোড় থেকে এ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এসময় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ঝাড়ু হাতে রাস্তা পরিস্কার শুরু করলে বিস্ময়ে সাধারন মানুষ জড়ো হতে থাকে। জেলা প্রশাসনের সমন্বয়ে জেলার সকল সরকারি দপ্তর, উপজেলা পরিষদ এবং পৌরসভার  সকল কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহনে এ অভিযান চলবে শনিবার সারাদিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান আনেয়ার সাদাত সম্রাট প্রমূখ। উদ্বোধনের পর উপস্থিত সকলে বাশের ঝাড়ু দিয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক পরিস্কারে অংশ নেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।