সরকারি যানবাহন বিল পাস
জাতীয় সংসদে সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) বিল ২০১৫ সংশোধিত আকারে পাস করা হয়েছে। মঙ্গলবার সংসদ অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে সরকারি কর্মচারির সরকারি যানবাহনের অপব্যবহার রোধে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রয়োজনীয় বিধি প্রণয়নের বিধান করা হয়েছে। বিধিতে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারি যানবাহন পরিদর্শন ও পরীক্ষাকরণ এবং এ বিধিমালায় বর্ণিত কোন বিধান লঙ্ঘনের ফলে সরকারি যানবাহন বরাদ্দকারী কর্তৃপক্ষ অথবা অন্য কোন কর্তৃপক্ষ থেকে জরিমানা করার বিধান করা হয়েছে। তবে জরিমানার পরিমাণ বরাদ্দ করা গাড়ীর মূল্যের অধিক হবে না। এছাড়া বিধিতে জরিমানা আদায়ের পদ্ধতি নির্ধারণ করা হয়।
বিল বা এর অধীন প্রণীত বিধামালার লঙ্ঘনে সংশ্লিষ্ট সরকারি কর্মচারির জন্য প্রযাজ্য শৃঙ্খলা সংক্রান্ত কোন আইনের অধীন শাস্তিযোগ্য অসাদাচরণ বলে গণ্য করার বিধান করা হয়েছে। এছাড়া বিলে ইতোপূর্বে প্রণীত এ সংক্রান্ত অধ্যাদেশ রহিত করা হয়েছে।
এছাড়া বিলে যানবাহন, সরকারি যানবাহন এবং সরকারি কর্মচারির সংজ্ঞা দেয়া হয়েছে। জাতীয় পার্টির এম এ হান্নান, ফখরুল ইমাম, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী, হাজী মো. সেলিম ও আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব করেন। এর মধ্যে এমএ হান্নান, আবদুল মতিন আনীত কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে তা নাকচ হয়ে যায়।
আরএস/পিআর