প্রেস ব্রিফিং করবে নাগরিক ঐক্য


প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার আটকের প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিং ডেকেছে দলটির নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মঙ্গলবার সকাল ১১টার দিকে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার আহমেদ বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদুর রহমান মান্নাকে বনানী থেকে ডিবি পুলিশ আটক করে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মেহের নিগার। তবে মান্নাকে আটকের অভিযোগ অস্বীকার করেছেন ডিবি পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।