ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০৪:৫০ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আদালত এলাকায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা পরিদর্শক আব্দুল সালাম জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার ভোর থেকেই বিপুল সংখ্যক পুলিশ ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

আদালত এলাকায় পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে আছেন র্যাব সদস্যরাও। ট্রাইব্যুনালের বিভিন্ন প্রবেশপথে তারা অবস্থান নিয়েছেন। সবাইকে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টার পর বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত বছরের ৩ ডিসেম্বর থেকে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩৬ জনকে হত্যা-গণহত্যা, ২শ’ জনকে ধর্মান্তরিতকরণ এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫শ’ ৮৭টি বাড়ি-ঘর ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ফুলঝুড়ি, নলী ও আঙ্গুলকাটা গ্রামে এসব অপরাধ সংঘটিত করেন বলে উল্লেখ রয়েছে ।

১৯৮৮ ও ১৯৮৬ সালে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন ইঞ্জিনিয়ার জব্বার। ৮০ বছর বয়সী জব্বার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছেলে-মেয়ের কাছে পালিয়ে আছেন বলে প্রসিকিউশন ধারণা করছেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।