গোলাম আযমের মামলা অকার্যকর ঘোষণা
মারা যাওয়ায় জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধ মামলার আপিল অকার্যকর ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আপিল বেঞ্চ জানান, গোলাম আযম মারা যাওয়ায় মানবতাবিরোধী অপরাধে পাওয়া আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস চেয়ে দায়ের করা আপিল অকার্যকর ঘোষণা করা হলো।
বিএ/আরআইপি