রাজধানীতে পুলিশের অভিযানে আটক ১৩


প্রকাশিত: ০২:৪৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। ডিএমপির গণমাধ্যম শাখার কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান অবরোধ ও হরতালে নাশকতা সৃষ্টি আশঙ্কায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে বিএনপির ৯ জন ও জামায়াত-শিবিরের চারজন জন রয়েছেন।

জেইউ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।