গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে আরও একটি মামলা
কারাগারে আটক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আরো একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মেয়রের আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট মঞ্জুর মোশেন প্রিন্স জানান, গ্রেফতারের সময় মেয়রের নামে তিনটি মামলা ছিল। এর মধ্যে দুটি মামলায় তিনি জামিনে ছিলেন। শেষ মামলায় দুই দিনের রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে আছেন।
এই অবস্থায় তাকে শ্রীপুর থানায় গাড়ি পোড়ানোর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে আবেদন করেছে শ্রীপুর থানা পুলিশ। এ নিয়ে চার মামলার আসামি হিসেবে তিনি কারাগারে আছেন।
মেয়র এম এ মান্নানকে ১১ ফেব্রুয়ারি তার ঢাকার বাসা থেকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। ১২ ফেব্রুয়ারি তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালত থেকে পুলিশ তাকে সরাসরি রিমান্ডে না নিয়ে কারাগারে পাঠায়।
১৮ ফেব্রুয়ারি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মেয়র মান্নানকে কঠোর গোপনীয়তার মধ্যে দুইদিনের পুলিশ রিমান্ডে জয়দেবপুর থানা হাজতে আনা হয়। শুক্রবার রিমান্ড শেষে আবার তাকে আদালতে পাঠানো হয়।
এসআরজে/