কামারুজ্জামানের শ্যালক ও ভাগ্নে আটক
যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা কামারুজ্জামানের ভাগ্নে আলীম ও শ্যালক মানোয়ারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে মিরপুরের বাসা থেকে তাদের আটক করা হয়।
ডিবির উপ পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম জানান, ডিবির একটি টিম আলীম ও মনোয়ারকে আটক করেছে। তাদেরকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
তাদের বিরুদ্ধে মিরপুর, পল্লবী ও কাফরুলসহ বিভিন্ন এলাকায় নাশকতা ও সহিংসতায় ইন্ধন দেয়ার অভিযোগ রয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাইবে পুলিশ।
এসআরজে/