লঞ্চডুবির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ


প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটার বার্তায় দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি।

মোদি টুইটে লেখেন, বাংলাদেশে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনও টুইটের বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, রোববার বেলা পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে দেড়শ’ যাত্রী নিয়ে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝপদ্মায় সার বোঝাই কার্গোর ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।


এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।