পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছে। যাত্রীবাহী একটি ভ্যান উল্টে তাতে আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। সোমবার কর্মকর্তারা একথা জানান।
করাচির প্রায় ১শ’ কিলোমিটার উত্তরপূের্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় নুরি আবাদ শহরে রাতে এ দুর্ঘটনা ঘটে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা নাঈম শেখ এএফপিকে বলেন, দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়। এদের মধ্যে সাতজনের লাশ এতো বেশী পুড়ে গেছে যে, তাদের চেনা যাচ্ছে না।
টায়ার বিস্ফোরণের কারণে যাত্রী বোঝাই ভ্যানটি উল্টে যায়। এ ঘটনায় তিন মহিলা, দুই শিশু ও চারজন পুরুষ আহত হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, দূর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে পাকিস্তানে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসেই পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি তেল ট্যাংকারের সাথে বাসের ধাক্কায় মহিলা ও শিশুসহ ৬২ জন প্রাণ হারায়।
আরএস/এমএস