ইউনিস খানের সমালোচনায় সাবেক ক্রিকেটাররা
বিশ্বকাপে টানা দুই ম্যাচ হারের পর জাতীয় দলের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। মাত্র তিন মাস আগে টেস্ট ক্রিকেটে চারটি সেঞ্চুরি করার পর জাতীয় বীরে পরিণত হওয়া সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খান এখন সমালোচনার লক্ষ্য বস্তুতে পরিনত হয়েছেন। শুধু তাই নয় দেশটির সাবেক অনেক ক্রিকেটাররা তাকে এখনই অবসর নিতে বলছেন।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজিত হয় পাকিস্তান। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয়ভাবে হারে পাকরা।আর এই দুই ম্যাচে ওপেনার হিসেবে নেমে ব্যর্থ হন ইউনিস খান। দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার স্থানীয় একটি টেলিভিশন নিউজ চ্যানেলকে বলেন, ‘আমি ইউনিস খানকে অনুরোধ করবো, এখন বিদায় নিতে। পাকিস্তান ক্রিকেটকে তিনি অনেক সেবা দিয়েছেন। কিন্তু এখন তার স্বেচ্ছায় চলে যাওয়া উচিত।’
সাবেক অধিনায়ক রমিজ রাজাও একই পরামর্শ দেন ইউনিসকে। তার পরামর্শ হলো-বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে দলে না রাখতে তার নিজেরই টিম ম্যানেজমেন্টকে বলা উচিত। রমিজ আরও বলেন, সামনের ম্যাচগুলো থেকে ইউনিসের উচিত নিজেকে বিশ্রামে রাখা এবং নেটে অনুশীলন করে অনেক বেশি সময় কাটানো।
তবে সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে, বিশ্বকাপে শেষ দিকে ব্যাটিং না করে ভুল করেছে এ সিনিয়র ব্যাটসম্যান। লতিফ আরও বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনা করে আমি তাকে পাঁচ নম্বরে ব্যাটিং করার পরামর্শ দিয়েছিলাম। তার ব্যর্থতার সমালোচনা শোনাটা অত্যন্ত দু:খের। কেননা বেশ কিছু দিন ধরে আমাদের শীর্ষ ব্যাটসম্যানদের একজন ইউনিস।
এমআর/পিআর