পান্থপথে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর পান্থপথ এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার রাত সাড়ে ৭টার দিকে পান্থপথ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন মো. আব্দুল কাদির (৩১), নুর ইসলাম(৩০) ও মনির হোসেন(২৯)।

এদের মধ্যে ঘটনাস্থল থেকে আব্দুল কাদিরকে হাতেনাতে আটক করতে সমর্থ হয় র‌্যাব-২ এর সদস্যরা।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকী দুজনকে কলাবাগান এলাকা থেকে আটক করা হয়। পরে নুর ইসলাম ও মনির হোসেনের বাসায় অভিযান চালিয়ে ১৮টি তাজা ককটেল উদ্ধার করে র‌্যাব।

দুপুর ১টায় রাজধানীর শের-ই বাংলা নগরে র‌্যাব-২ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‌্যাব-২ এর পরিচালক লে: কর্ণেল মাসুদ রানা।

তিনি বলেন, আটককৃত আব্দুল কাদির পেশায় একজন গাড়ী চালক। কিছুদিন আগে নুর হোসেনের সাথে কাদিরের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে এক ককটেল নিক্ষেপের বিনিময়ে ৫ হাজার টাকা দেয়ার চুক্তি হয় তাদের। সে অনুযায়ী ককটেল নিক্ষেপের পরিকল্পনা করে কাদির।

তিনি বলেন, অর্থদাতা ও মূল পরিকল্পনাকারীদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তা আরও যাচাইবাচাইয়ের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

তিনি বলেন, অর্থদাতা ও মূল পরিকল্পনাকারীদের সাথে আটককৃতরা কোড ওয়ার্ডের ব্যবহার করে যোগাযোগ করতেন।

র‌্যাব-২ এর পরিচালক বলেন, আটককৃতরা জিজ্ঞসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তথ্যগুলো খতিয়ে দেখা হচ্ছে। হরতাল অবরোধে নাশকতা প্রতিরোধে আরও অভিযান চালানো হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।