গাইবান্ধায় শ্রমিক লীগ নেতার বাড়িতে আগুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার জুয়েলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি ঘরসহ বিশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
সোমবার ভোররাতে উপজেলা শহরের হাসপাতালের সামনে জয়েনপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুহুল আমিন সরকার জুয়েল দাবি করেন, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে তার বাসায় আগুন ধরিয়ে দিয়েছে। এতে তার ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্রসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে জুয়েলের বাসায় হঠাৎ করে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। মুহূর্তে আগুন বাসার চারপাশে ছড়িয়ে পড়লে তার বাসার তিনটি ঘর ও ছোট ভাই রুবেলের দুটি ঘর পুড়ে যায়।
উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাউয়ুম হুদা অগ্নিকাণ্ডে বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করে জানান, আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জাগোনিউজকে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/আরআইপি