মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে ১০ মন্ত্রণালয় ও বিভাগের চুক্তি


প্রকাশিত: ০৬:২২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

মন্ত্রণালয়ের কার্যপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে ১০ মন্ত্রণালয় ও বিভাগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ১০ মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা এ চুক্তিতে স্বাক্ষর করেন। মন্ত্রিসভার এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

এর মধ্যে মন্ত্রণালয় ৮টি ও বিভাগ ২টি। মন্ত্রণালয় ৮টি হল: সড়ক পরিবহন, শিল্প, বাণিজ্য, সমাজকল্যাণ, স্বরাষ্ট্র, বস্ত্র, গৃহায়ণ, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়। বিভাগ ২টি হল: মন্ত্রপরিষদ বিভাগ ও সেতু বিভাগ।

এসএ/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।