মিরপুরে গণধোলাইয়ে নিহত ৪


প্রকাশিত: ০২:২৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর মিরপুর এলাকায় পৃথক দুটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপের সময় গণধোলাইয়ে চারজন নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ সূত্র এও জানিয়েছে, গণধোলাইয়ের খবরে পুলিশ ঘটনাস্থল দুটি থেকে চারজনের মরদেহ উদ্ধার করলেও নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মিরপুর থানা পুলিশ জানায়, রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পেট্রলবোমা নিক্ষেপের সময় জনতা তাদের গনধোলাই দেয়। এরপর পুলিশ চারজনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

তবে নিহতদের শরীরে গুলির চিহ্ন আছে বলেও তিনি নিশ্চিত করেন।

জেইউ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।