ধোঁয়াবিহীন উন্নত চুল্লীর ব্যবহার বাড়াতে হবে : নসরুল হামিদ


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, “ধোঁয়াবিহীন উন্নত চুল্লীর ব্যবহার বাড়াতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা আবশ্যক। ধোঁয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে অবহিত করার উদ্যোগ অব্যহত রাখতে হবে।

রোববার পরিবেশ বান্ধব ধোঁয়াবিহীন রান্না ব্যবস্থার উপর সমঝোতা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। চুক্তিতে শ্রেডার সচিব শেখ ফয়জুল আমিন ও গ্লোবাল অ্যালায়েন্সের পক্ষে অরিজিৎ বসু স্বাক্ষর করেন। এ চুক্তির অন্যতম লক্ষ্য- বিদ্যমান চুলা ও জ্বালানির কার্যক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমের এলাকা চিহ্নিত করণ, কার্যক্ষমতা বৃদ্ধি ও গৃহস্থলে ধোঁয়া নিঃসরণ হ্রাস করে গৃহস্থ জ্বালানির প্লাটফম  স্থাপন করা। এ চুক্তি অনুসারে অগ্রাধিকার দেয়া হবে উন্নত চুল্লির সরবরাহ নিশ্চিত করা, চাহিদা বৃদ্ধি এবং এ জন্য উপযুক্ত পরিবেশ সৃজন করা।

প্রতিমন্ত্রী বলেন, কোন গ্রামকে উদাহরণ হিসেবে নিয়ে দ্রুত এ প্রকল্পের কাজ শুরু করা প্রয়োজন। ২০৩০ সালের মধ্যে ধুয়াবিহীন রান্নাঘর করার সরকারের যে পরিকল্পনা আছে তা আরো  দ্রুততার সাথে বাস্তবায়ন করা প্রয়োজন। চুল্লি সমুহের মূল্য ও প্রযুক্তি মানুষের সামর্থের মধ্যে রাখতে হবে।

শ্রেডার চেয়ারম্যান তাপস কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মাঝে নেদারল্যান্ডস্ ডিভলপমেন্ট ওরর্গানাইজেশন এর কর্মসূচি প্রধান আসিফ উদ্দিন আহমেদ, গ্লোবাল অ্যালাইন্সের দক্ষিন এশিয়ার পরিচালক অরিজিৎ বসু বক্তব্য রাখেন।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।