ব্যবস্থাপনায় মাস্টার্স কোর্স চালু করবে বিআইএম


প্রকাশিত: ১১:৫৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

দেশে যোগ্য ও দক্ষ শিল্প ব্যবস্থাপক তৈরি করতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) খুব শীঘ্রই বিশ্বমানের ব্যবস্থাপনা বিষয়ক মাস্টার্স কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, বাজারের চাহিদা বিবেচনা করে এ কোর্সের কারিকুলাম নির্ধারণ করা হবে। এটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চালুকৃত মাস্টার্স কোর্সের চেয়েও অধিক গ্রহণযোগ্য ও গুণগতমানের হবে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী যুগের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স চালুর উদ্যোগ নিতে বিআইএম কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি বলেন, প্রশিক্ষিত ও যোগ্য ব্যবস্থাপক সৃষ্টির ক্ষেত্রে বিআইএম’কে আরো সৃজনশীল ও উদ্ভাবনী হতে হবে।

এ সময় দেশে-বিদেশে যে ধরনের জ্ঞানসম্পন্ন ব্যবস্থাপকের চাহিদা রয়েছে, সে গুলো বিবেচনা করে প্রতিষ্ঠানের কোর্স কারিকুলাম প্রণয়নের তাগিদ দেন তিনি।

আমির হোসেন আমু বলেন, টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাত গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারের উদ্যোক্তা সহায়ক শিল্প ও বিনিয়োগ নীতির ফলে দেশের শিল্পখাতে গুণগত পরিবর্তন এসেছে। ২০১৩-১৪ অর্থ বছরে জিডিপি’তে শিল্পখাতের অবদান প্রায় ৩২ শতাংশ এবং শ্রমশক্তির পরিমাণ ২০ শতাংশে উন্নীত হয়েছে। শিল্পায়নের চলমান ধারা অব্যাহত রাখতে নতুন আঙ্গিকে জাতীয় শিল্পনীতি-২০১৫ প্রণয়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এ বছর বিআইএম মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, শিল্প ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের আয়োজন করেছে। এক বছর মেয়াদি এসব কোর্সে ৬ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে। ভর্তির আবেদন, বাছাই ও চূড়ান্ত নির্বাচন সম্পূর্ণ অন-লাইন পদ্ধতিতে সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিআইএম’র মহাপরিচালক মোহাম্মদ আতোয়ার রহমান, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সদস্য সচিব মাহবুবুল আলম বক্তব্য রাখেন।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।