পদ্মায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি


প্রকাশিত: ০৬:৩১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী সারবাহী কার্গোর ধাক্কায় এমভি মোস্তফা নামে একটি যাত্রীবাহী লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে।

রোববার দুপুর ১২টার দিকে এ লঞ্চডুবির ঘটনা ঘটে। পাটুরিয়া ঘাট শাখার বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
দৌলতদিয়া শাখার বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা এমভি মোস্তফা নামের একটি যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি সারবাহী কার্গো।

এতে লঞ্চটি ডুবে যায়। তবে লঞ্চে কত জন যাত্রী ছিল তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই শতাধিক যাত্রী ছিল।
 
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছেন। হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।