ককটেল বিস্ফোরণে ইডেনের চার শিক্ষার্থী আহত


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ডের সামনে ককটেল বিস্ফোরণে ইডেন মহিলা কলেজের চার ছাত্রী আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লিমা (১৭), অ্যানি (১৮), ঐশি (১৭) লাবণী (১৮)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডের সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ককটেলের আঘাতে ওই চার শিক্ষার্থী আহত হন। পরে তাদের ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান টানা অবরোধ কর্মসূচির মধ্যে আবারও রোববার ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। এ হরতাল শুরু আগেই এ ঘটনা ঘটলো।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।