শিবচরে কন্ট্রোল রুম
মাওয়া-কাওরাকান্দি নৌ-রুটের পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় দক্ষিণাঞ্চল থেকে আসা নিহতদের লাশ শিবচরের পাচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিকভাবে রাখা হবে।
পরে তাদের স্বজনরা এখানে প্রশাসনের কাছ থেকে লাশ গ্রহণ করবে। মাদারীপুর জেলা প্রশাসক জি এস জাফরউল্যাহ জানান, পদ্মায় লঞ্চডুবির ঘটনায় নিহতদের বেশির ভাগই দক্ষিণাঞ্চলের। তাই মাদারীপুরের শিবচরে এসব লাশ রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও কাওরাকান্দি ফেরিঘাটে ও পাচ্চর বাসস্ট্যান্ডে খোলা হয়েছে দুটি কন্ট্রোল রুম। তিনি আরও বলেন, এখন কোন লাশ পাওয়া গেলে পাচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনে রাখা হবে।