হতাশ না হওয়ার আশ্বাস দিয়ে মমতার ঢাকা ত্যাগ
নিজ দেশের উদ্দেশে ঢাকা ছাড়লেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে বিশেষ একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে বিদায় শুভেচ্ছা জানান।
তার আগে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত তিস্তার পানি সুষম বণ্টন, স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন, ছিটমহল বিনিময়সহ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অমীমাংসিত বিষয়ে মীমাংসা করতে ঢাকার পক্ষে কাজ করবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে বিমান বন্দরে শেষ বিদায়ের সময়ও তার ওপর আস্থা রাখতে বললেন। মমতা বলেন, আমার ওপর আস্থা রাখুন। বিষয়গুলোর দ্রুত সহজ সমাধানে আমি আমার সাধ্যমত কাজ করব। হতাশ হওয়ার কিছু নেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি প্রণভ মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের স্ত্রীর জন্য জামদানি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, নকশিকাঁথা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইসহ বেশ কিছু উপহার নিয়ে গেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসে এসেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এ সফর সঙ্গী হিসেবে ছিলেন কলকাতার চলচ্চিত্র ও সংগীত জগতের একঝাঁক জনপ্রিয় তারকা।
আরএস