মমতার সঙ্গে যাচ্ছে প্রণভ-মোদির জন্য উপহারও


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

রাষ্ট্রপতি প্রণভ মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের স্ত্রীর জন্য জামদানি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, নকশিকাঁথা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইসহ উপহারের বহর নিয়ে দেশে ফিরছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একশত জামদানি শাড়ি যাচ্ছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ, বর্তমান রাষ্ট্রপতি প্রণভ মুখার্জির স্ত্রী গীতা মুখার্জির জন্য। এছাড়া রাষ্ট্রপতি প্রণভ মুখার্জির জন্য উপহার হিসেবে পাঠানো হচ্ছে- বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী (ইংরেজি ও বাংলা সংস্করণ), প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘আমার পিতা বঙ্গবন্ধু’সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বেশ কয়েকটি বই, মুক্তিযুদ্ধ বিষয়ক বই।

আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য যাচ্ছে বেশক’টি নকশী কাঁথা। মমতার বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে দেয়া হয়েছে শাড়ি ও নৌকা।

সব মিলিয়ে পাঁচ লক্ষাধিক টাকার উপহার সামগ্রী মমতার মাধ্যমে ভারতে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসে এসেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এ সফর সঙ্গী হিসেবে রয়েছে কলকাতার চলচ্চিত্র ও সংগীত জগতের একঝাঁক জনপ্রিয় তারকা।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।