সাংবাদিক হোসাইন জাকির আর নেই


প্রকাশিত: ১০:৫৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

ক্যান্সারের কাছে অবশেষে হার মানলেন সাংবাদিক হোসাইন জাকির। শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল হাসপাতালের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে দেশে ও দেশের বাহিরে চিকিৎসা নিয়ে কোনো সমাধান পাচ্ছিলেন না তিনি। অবশেষে অবস্থা আরো বেশি খারাপ হলে রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল হাসপাতালে ভর্তি হন এবং বেশ কয়েকদিন যাবত এই হাসপাতালের আইসিইউতে রাখা হয় তাকে।

হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন জানান, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় কর্মরত জাকির বেশ কয়েক মাস আগে অসুস্থ হন। পরে চিকিৎসকের পরামর্শে বায়োপসি রিপোর্ট করানো হলে মুখে ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে। তাকে রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়। সেখান থেকে তাকে দেশে ফিরিয়ে আনা হয় মাস দুয়েক আগে। এর পর থেকে তিনি ডেল্টা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।