মমতার কাছে আসিফের খোলা চিঠি


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার বাংলাদেশে এসেছেন। তার এ সফরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের অনেক অমিমাংসিত বিষয়ে আলোচনাসহ সমাধান হবে এমনটাই আশা করছে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ সাধারণ মানুষ। ঠিক তেমনি কিছু বিষয় নিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। জাগোনিউজ পাঠকদের জন্য আসিফ আকবরের সেই খোলা চিঠিটি হুবুহু তুলে ধরা হলো-

সুপ্রিয় মমতা দি,
আজ বিশ্ব মাতৃ ভাষা দিবস এবং মহান একুশের এই দিনে বাংলাদেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাকে উষ্ণ শুভেচ্ছা ভালবাসা অভিনন্দন। বাংলাদেশের মানুষ আন্তরিক এবং অতিথিপরায়ন। এটাই আমাদের সংস্কৃতি, নিশ্চয়ই ইতিমধ্যে এর উষ্ণতা আপনি উপভোগ করেছেন। স্বাধীনতার তেঁতাল্লিশ বছর অতিবাহিত হলেও পশ্চিমবঙ্গের সাথে অনেক অমীমাংসিত সমস্যা রয়ে গেছে। আমরা বাংলাদেশিরা আপনার কাছে কিছু চাই না। আমাদের প্রাপ্র্য দাবী গুলো বুঝিয়ে দিন।

তিনি আরো লিখেছেন, আপনি বাংলাদেশের তিস্তাপাড়ের মানুষের গোঁঙ্গানীর শব্দ শোনার চেষ্টা করুন। তিস্তার পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিন। তিনদিনের জন্য পরীক্ষা মূলক ভাবে ফারাক্কা বাঁধ চালানোর অনুমতি নিয়ে আজো চলছেই, ফারাক্কা বাঁধ আমাদের গলার ফাঁস, ওখানে ও পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিন। আমাদের ছিট মহল গুলো দিয়ে দিন, সীমান্ত চুক্তি বাস্তবায়ন করুন। বিএসএফ কে বাধ্য করুন সীমান্তে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা বন্ধ করতে। ফেলানী হত্যার বিচার করুন সঠিক ভাবে। দুঃখজনক হলেও সত্যি টেষ্ট ষ্ট্যাটাস পাওয়ার পর আজো বাংলাদেশ দল পূর্নাঙ্গ সিরিজ খেলতে ভারত যেতে পারেনি। এটা আমাদের জন্য হতাশাজনক।

বাংলাদেশের ইলিশ আপনাদের প্রিয় আমরা জানি। আমাদের ন্যায্য দাবী গুলো পূরন করুন। পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের চাহিদা পূরন করে উদ্বৃত্ত থাকলে আমরা বাংলাদেশিরা খাবো। প্রয়োজনে জনমত গঠন করবো। আপনি জানেন বাংলাদেশের মানুষের আন্তরিকতা সম্বন্ধে। সুযোগ পেলে আপনাকে একটি জামদানী শাড়ী উপহার দিতাম। শক্তিশালী দক্ষিন এশিয়া গড়তে হলে বাংলাদেশকে পাশে রাখতেই হবে। এজন্য পারস্পারিক সম্পর্কে আস্থা বৃদ্ধি জরুরী।

আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

আসিফ আকবর
সঙ্গীতশিল্পী, বাংলাদেশ।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।