আদালত থেকে ধর্ষক রুবেলের পলায়ন : ২ পুলিশ বরখাস্ত


প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৩ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রাফসান হোসেন রুবেলের আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় বাড্ডা থানার এক এসআই ও কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। রোববার সন্ধ্যায় তাদের বরখাস্ত করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এম এম হাফিজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে বাড্ডা থানার এসআই এমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে রোববার সকালে গারো তরুণী ধর্ষণের অভিযোগে গ্রেফতার রাফসান হোসেন রুবেলকে মামলার এসকর্ট করে আদালতে নিয়ে যান তদন্তকারী কর্মকর্তা এসআই এমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দার। সেখান থেকে রাফসান পালিয়ে যান।

এআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।