শহীদ মিনারে দেব-প্রসেনজিৎ


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন কলকাতার দুই জনপ্রিয় নায়ক দেব ও প্রসেনজিৎ। সেখানে প্রসেনজিতের সঙ্গে সেলফি তুলে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন দেব।

শনিবার দিবাগত রাত বারোটায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শহীদ মিনারে ফুল দিতে যান দেব ও প্রসেনজিৎ। সেখানে প্রসেনজিতের সঙ্গে সেলফি তুলে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন দেব। ক্যাপশনে লেখেন,‘আজ ২১শে,মনের মাঝে,নতুন দিনের আশা ..তোমার দেশ,আমার  দেশ; সঙ্গে বাংলা ভাষা !!’।

শহীদ মিনারে মমতার সঙ্গী হিসেবে প্রসেনজিৎ-দেব ছাড়াও আরও উপস্থিত ছিলেন নচিকেতা, ইন্দ্রনীল সেন, মুনমুন সেন, অরিন্দম শীল, নির্মাতা গৌতম ঘোষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি অরিন্দম কাজীর স্ত্রী কল্যাণ কাজী,কবি সুবোধ সরকার,পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী চলচ্চিত্র পরিচালক ব্রাত্য বসু সহ আরও অনেকে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।