২১ ঘিরে বাংলাদেশ ব্যাংকের নানা আয়োজন
নানা আয়োজনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন করলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ভাষা সৈনিকদের স্মরণে দেয়াল পত্রিকা প্রকাশ, মতিঝিল অফিসে একটি আধুনিক শহীদ মিনার তৈরির ভিত্তি প্রস্তর স্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানান গভর্নর ড. আতিউর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, এসকে সুর চৌধুরী, বেগম নাজনীন সুলতানাসহ উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক চত্বরে একটি আধুনিক শহীদ মিনার তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আতিউর রহমান। যেটি আধুনিক নকশায় করা হবে।
জানা গেছে, ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিশু কিশোরদের জন্য বিশেষ চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে যোগ দিয়ে আতিউর রহমান তার বক্তৃতায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি তাদের ত্যাগের কথা স্মরণ করেন।
এসএ/বিএ/আরআই