গণমাধ্যমের প্রতি সংযত আচরণ করতে হবে : সুরঞ্জিত


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ৩০ জুন ২০১৪

রাজনীতি ও গণমাধ্যম একে অন্যের পরিপূরক উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন রাজনীতিবিদদের বুঝতে হবে যে, আমরা যা করছি তা সব সময় ঠিক এ ধারণা ভুল। আমাদের জনগণের মাঝে প্রকাশ করে গণমাধ্যম তাই গণমাধ্যমের প্রতি আমাদের দায়িত্বশীল, সংযত আচরণ করতে হবে।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, কেবল সাংবাদিকদের মাধ্যমে একজন রাজনীতিবিদ জনগণের সঙ্গে তার সম্পর্ক বৃদ্ধি করতে পারে। তাই তাদের সঙ্গে যুক্তির মাধ্যমে কথা বলতে হবে। তারাই আমাদেরকে জনগণের কাছে তুলে ধরবে। এ ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

অবিলম্বে সাংবাদিক রাজনীতিবিদদের ‘অশ্লীল’ বির্তক বন্ধ করতে হবে মন্তব্য করে তিনি বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের মধ্যে বাকবিতণ্ডা ও অশালীন বিতর্ক রাজনীতিকে কলুষিত করবে। রাজনীতিবিদদের আরো সুশীল হতে হবে। হুমকি-ধামকি বা অন্য কোনো কার্যকলাপ নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।