ভার্চুয়াল-ভ্রাম্যমাণ জাদুঘর প্রতিষ্ঠা করা হবে


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৭ আগস্ট ২০১৪

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমান প্রযুক্তির যুগে শহর-নগর থেকে শুরু করে গ্রামে-গঞ্জে সবার হাতে আজ ইন্টারনেট রয়েছে।
আমরা যদি একটি ভার্চুয়াল মিউজিয়াম করতে পারি তাহলে সহজেই তা ইন্টারনেটের কল্যাণে দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পারবো।
বৃহস্পতিবার জাদুঘরের ১০১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত ‘ঢাকা যাদুঘর ও অধ্যাপক ড. আহমদ হাসান দানী’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সময়ের প্রেক্ষাপট বিবেচনায় ভ্রাম্যমাণ জাদুঘর প্রতিষ্ঠার বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন কারণে জাদুঘরে আসতে পারেন না কিংবা জাদুঘর সম্পর্কে তেমন জানেন না, এ ভ্রাম্যমান জাদুঘর তাদের কাছে পৌঁছে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।